হাতিরঝিলে ৫ কিলোমিটার হাঁটলেন তারা


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১০ মার্চ ২০১৭

সুবিধাবঞ্চিত পথশিশুদের সহযোগিতার জন্য প্রাণ ড্রিংকিং ওয়াটারের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ওয়াকাথন’ প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে রাজধানীর হাতিরঝিলে ৫ কিলোমিটারব্যাপী এ হাঁটা প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। পথশিশুদের জন্য তহবিল সংগ্রহে আয়োজিত এ ‘ওয়াকাথন’ প্রতিযোগিতায় প্রায় ২ হাজার জন অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমন, প্রাণ বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা আনিসুর রহমান, প্রধান বিপণন কর্মকর্তা আতিকুর রহমান ও সহকারী ব্র্যান্ড ম্যানেজার আবদুল্লাহ আল জুবায়েরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Pran

অনুষ্ঠানে হাবিবুল বাশার প্রাণ ড্রিংকিং ওয়াটারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সবাইকে পথশিশুদের জীবনমান উন্নয়নে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আনিসুর রহমান বলেন, আজকের শিশু আগামীর সম্ভাবনা। কিন্তু এই সম্ভাবনাময় শিশুদের মধ্যে লাখো শিশু সুবিধাবঞ্চিত। আমাদের সবার উচিত তাদেরকে সহযোগিতা করা। আর এই লক্ষ্যেই প্রাণ ড্রিংকিং ওয়াটার এই হাঁটা প্রতিযোগিতার আয়োজন করেছে।

এমআরএম/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।