এক বছরে সাড়ে ৯ হাজার অপরাধী গ্রেফতার করেছে র‌্যাব


প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ০৮ মার্চ ২০১৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ২০১৬ সালে নিয়ে ৯ হাজার ৫শ’ এর অধিক অপরাধী, সন্ত্রাসী ও জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব। ওই বছর নিয়ে ৬২ জন জঙ্গিকে গ্রেফতার করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, জিহাদি বই উদ্ধার করা হয়েছে। এছাড়া চলতি বছর ১৭৯ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধারসহ ২৪৩ জন অপহরণকারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অধিকতর উন্নয়নের লক্ষ্যে পুলিশ বাহিনীতে আরও ৫০ হাজার পদ সৃজনের পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে বিভিন্ন পদবির ৪১ হাজার ৩৬৬টি পদ সৃজন করা হয়েছে। জনসংখ্যা অনুপাতে পুলিশ অপর্যাপ্ত হওয়ায় ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত পুলিশের ৭৩ হাজার ৩৯৩টি পদ সৃজন করা হয়েছে। ২০১৬ সালে ৩৪তম বিসিএসের মাধ্যমে ১৪১ জন এএসপিসহ কনস্টেবল থেকে এসআই পদে ১৯ হাজার ৪১৩ জন পুলিশ সদস্য নিয়োগ দেয়া হয়েছে।

মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরিতে স্বরাষ্টমন্ত্রী সমাজের সবস্তরের মানুষকে সতর্ক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো নির্মাণ কাজ সম্পন্ন হলে সারাদেশে বর্তমানে ৩১৭টি ফায়ার সার্ভিস স্টেশনের সংখ্যা বৃদ্ধি পেয়ে মোট সংখ্যা দাঁড়াবে ৫৫২টি এবং বর্তমান জনবল ৮ হাজার ৫১৬ জন থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়াবে প্রায় ১৫ হাজারে।

রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর এদিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, সরকারি দলের গোলাম দস্তগীর গাজী, ছবি বিশ্বাস, বেগম মাহজাবিন খালেদ, পংকজ নাথ, মো. তাজুল ইসলাম, গোলাম মোস্তফা বিশ্বাস, বেগম জেবুন্নেসা আফরোজ, ওয়ার্কার্স পার্টির মোস্তফা লুৎফুল্লাহ ও স্বতন্ত্র সদস্য আব্দুল মতিন আলোচনায় অংশ নেন।

এইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।