স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন, মৌলভী প্রস্তুত
জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের আগে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে কারা অভ্যন্তরের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, নিয়ম অনুযায়ী এখন কামারুজ্জামানকে তওবা করানো হবে, সেজন্য মৌলভীও প্রস্তুত রয়েছেন।
সন্ধ্যায় কামারুজ্জামানের সঙ্গে তার পরিবারের সদস্যরা দেখা করে বেরিয়ে আসার পর কারা ফটক এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের পর কর্মকর্তাদের ভেতরে ঢোকার ঘটনা ইঙ্গিত দিচ্ছিল, রাতের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হবে।
এরপর এক এক করে মৃত্যুদণ্ড কার্যকরের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কারা অভ্যন্তরে ঢুকতে দেখা যায়। সর্বশেষ রাত পৌনে ৯টার দিকে ঢাকার জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া এবং ঢাকার সিভিল সার্জন আব্দুল মালেক মৃধা কারাগারের ভেতরে ঢোকেন।
এর আগে ঢুকতে দেখা যায় র্যাবের গোয়েন্দা শাখার প্রধান আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার শেখ নাজমুল আলমকে। এছাড়া সন্ধ্যা পৌনে ৭টার দিকে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) সৈয়দ ইফতেখার উদ্দিন আহমদ কারাগারে ঢোকার পরপরই নাজিমুদ্দিন রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. ফরমান আলীসহ অন্য কারা কর্মকর্তারাও রয়েছেন ভেতরে।
বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়ে আছে কারাফটকসহ আশপাশে, সঙ্গে রয়েছে গোয়েন্দা পুলিশ ও র্যাব সদস্যরাও।
# ফাঁসি কার্যকরে সকল প্রস্তুতি সম্পন্ন
জেইউ,এসআই/এএইচ/একে/আরআই