শাহবাগে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচি
যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে ৬ষ্ঠ দিনের মতো শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চ। শনিবার বিকেলেই শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন মঞ্চের কর্মীরা।
কর্মসূচি থেকে শনিবার রাতের মধ্যেই যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের দাবি জানানো হয়। তারা বলেন, রিভিউ নিষ্পত্তির পর রায় কার্যকর দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। রায় কার্যকরে আর কোনো দীর্ঘসূত্রতা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
এ সময় সব যুদ্ধাপরাধীকে ফাঁসিতে ঝুলিয়ে দেশকে কলঙ্কমুক্ত করার দাবি জানানো হয়। পরে সন্ধ্যায় মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকারের নেতৃত্বে মশাল মিছিল বের করা হয়।
একে/আরআই