খাদিজাকে এগিয়ে যাওয়ার আহ্বান সংসদে


প্রকাশিত: ১১:২৫ এএম, ০৮ মার্চ ২০১৭
ফাইল ছবি

ছাত্রলীগের বহিষ্কৃত নেতা বদরুলের হামলার শিকার সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসসহ সকল নারীকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট ও হবিগঞ্জ জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এ আহ্বান জানান। বিশ্ব নারী দিবস উপলক্ষে বদরুলকে আদালতের দেয়া যাবজ্জীবন কারাদণ্ডের ইস্যু তুলে তিনি এ আহ্বান জানান। রায় যুগান্তকারী পদক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, কলেজছাত্রী খাদিজাকে হত্যার চেষ্টাকারী সেই বদরুলকে যাবজ্জীবন সাজার রায় দিয়েছেন আদালত। এটি সুখবর। এ রায় গোটা নারী সমাজের জন্য একটা বিশেষ মূল্যায়ন।  

তিনি আরও বলেন, আমরা এগিয়ে যাচ্ছি। নারীর ক্ষমতায়নে আমরা দক্ষিণ এশিয়ায় এগিয়ে আছি।
 
এইচএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।