নারী শ্রমিকের নিরাপত্তা ও সম-অধিকার প্রতিষ্ঠার দাবি


প্রকাশিত: ১০:৪৬ এএম, ০৮ মার্চ ২০১৭

নারীর মর্যাদা, সম-অধিকার, কর্মস্থলে নারী শ্রমিকের নিরাপত্তা, সম-মজুরি, নারীর সার্বিক নিরাপত্তার দাবি জানিয়েছে বিভিন্ন নারী সংগঠন। অান্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ এবং মানববন্ধনে বক্তারা এসব দাবি জানান।

বক্তারা বলেন, অান্তর্জাতিক নারী দিবসে চেতনার মূলে ছিল নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং শোষণ-বৈষম্যহীন সাম্য সমাজ গড়ার অাহ্বান। যত দ্রুত সম্ভব নারীর সম-অধিকার সুনিশ্চিত করতে হবে। সর্বপ্রথম নারী শ্রমিকদের মর্যাদা দিতে হবে, কর্মস্থলে নারীর নিরাপত্তা দেয়াসহ নারী পুরুষের সহ-অবস্থান নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, গার্মেন্টসসহ সকল বেসরকারি সেক্টরে কর্মরত নারী শ্রমিকদের জন্য সরকারি সেক্টরের ন্যায় স্ব-বেতনে ৬ মাস মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করতে হবে। শ্রমিকের মজুরি সর্বনিম্ন ২শ` ডলার দিতে হবে। এছাড়া নারী শ্রমিকদের সম-অধিকার, সম মজুরি ও পদোন্নতির নিশ্চিয়তা থাকাও জরুরি।

অনুষ্ঠিত এ সমাবেশ এবং মানববন্ধন যৌথভাবে আয়োজন করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক, ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়ন-বাংলাদেশ কাউন্সিল, বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ, নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ ভাসমান নারী শ্রমিক ইউনিয়নসহ অারও বেশ কয়েকটি সংগঠন।

এএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।