রিচির ঝড়া পাতার ঘ্রাণ
ছোট পর্দার প্রিয় মুখ রিচি সোলায়মান। সম্প্রতি একট খণ্ড নাটকের কাজ শেষ করলেন। মাসুম শাহরিয়ারের রচনা ও ফয়সাল রাজিবের পরিচালনায় নাটকটির নাম ‘ঝড়া পাতার গান’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিচি সোলায়মান, শাহাদাত হোসেন, নোভা, সৈয়দ হাসান ইমাম, আবদুলাহ রানা প্রমূখ।
নাটকের গল্পে দেখা যায়, বাবার মৃত্যুর তিন বছর পর অফিস থেকে ফেরার পথে জাহিদের (শাহাদাত হোসেন) সঙ্গে হঠাৎ ওর বাবার দেখা হয়। পরিবেশটা এমনই ছিলো যেন এটাই স্বভাবিক। কিন্তু এই কথা কাউকে বলা যায় না। জাহিদের নিজের বোধ বিবেচনায়ও সেটা অসম্ভব। কিন্তু বারবার ঘটতে থাকে এমনটা। যেন বুদ্ধির বাইরে একটা ঘোরের মধ্যে বাস করে জাহিদ।
নিজেই মনোবিদের কাছে খুলে বলে পুরো বিষয়টা। এদিকে বাবার সঙ্গে সংসারের নানা খুটিনাটি সুখ অসুখের আলাপচারিতা জাহিদের কাছে কাল্পনিক কিছু মনে হয় না। এরই সূত্রে স্ত্রী বর্ষার (রিচি) সঙ্গে ভুল বুঝাবুঝি। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘ঝড়া পাতার গান’।
নাটকটি এনটিভিতে রোববার রাত ৯টায় প্রচার হবে।
এলএ/আরআই