নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা : সিইসি


প্রকাশিত: ১০:২৯ এএম, ১১ এপ্রিল ২০১৫

আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ বলেছেন, প্রার্থীরা সবাই নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারবেন। আমাদের সব প্রক্রিয়া স্বচ্ছ। সবার সামনে উন্মুক্ত পরিবেশে ভোট গণনা করা হবে।
 
শনিবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের সিআরবি এলাকায় আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরশন নির্বাচন উপলক্ষে এ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রার্থীদের উদ্দেশে সিইসি আরো বলেন, প্রার্থীদের নিদিষ্ট সময়ের মধ্যে প্রচারণা শেষ করতে হবে। কোনো অভিযোগ দিতে হলে তা অবশ্যই রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে লিখিতভাবে দিতে হবে।

নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- চসিক নির্বাচনে অংশ নেয়া প্রার্থীগণ, নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল জাবেদ আলী, মো. শাহনেওয়াজ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডলসহ প্রমুখ।

আরএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।