নারী দিবসে জাগো নিউজের নেতৃত্বে নারী কর্মীরা


প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৭ মার্চ ২০১৭

বিশ্ব নারী দিবস উপলক্ষে ৮ মার্চ (বুধবার) জাগো নিউজের নেতৃত্ব দেবেন নারী কর্মীরা। মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে জাগো নিউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় জাগো নিউজের প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার, সহকারী সম্পাদক ড. হারুন রশীদ, প্রধান প্রতিবেদক মনিরুজ্জামান উজ্জ্বল, উপ-প্রধান প্রতিবেদক সিরাজুজ্জামান, বিশেষ সংবাদদাতা ফজলুল হক শাওন, সহকারী বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগ, সহকারী বার্তা সম্পাদক আবু রাসেল, সহকারী বার্তা সম্পাদক মুশফিক ওয়াদুদ, ক্রীড়া সম্পাদক ইমাম হোসাইন সোহেল, সেন্ট্রাল ডেস্ক ইনচার্জ সাখাওয়াত হোসেন সুজন ও ওয়েব ইনচার্জ হাসিবুল হাসান আশিক উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

নারী দিবসে দায়িত্বপ্রাপ্তরা হলেন
তানিয়া তাসনিম নীলিমা (সেন্ট্রাল ডেস্ক), ফিরদৌসি আরা (মফস্বল ডেস্ক), খন্দকার ইসমাত জেরিন তৃষা (ওয়েব সেকশন), জেসমিন পাপড়ি (রিপোর্টিং সেকশন) ও হাবীবাহ্ নাসরীন (ফিচার ডেস্ক)।

এ প্রসঙ্গে জাগো নিউজের প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, ‘নারীর স্থান সব সময়ের জন্যই সম্মানের। তবে নারীদের জন্য বিশেষ এই দিনটিকে জাগো নিউজের নারী কর্মীদের একটু ব্যতিক্রমভাবে সম্মান জানাতেই আমাদের এ প্রয়াস। নারী কর্মীদের এই বিশেষ নেতৃত্ব তাদের অভিজ্ঞতায় একটি নতুন পালক যোগ করবে বলে মনে করি।’

এইচএন/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।