আগারগাঁও থেকে অপহৃত শিশু মানিকগঞ্জে উদ্ধার


প্রকাশিত: ০৫:৩২ এএম, ০৭ মার্চ ২০১৭

রাজধানীর দক্ষিণ আগারগাঁও থেকে তিন দিন আগে অপহৃত ৩ বছরের এক শিশুকে মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

অপহরণে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে র‌্যাব-২। আটককৃতরা হলেন- মো. আব্দুল মালেক (৪০) ও বিউটি বেগম (৩৫)।

মঙ্গলবার ভোরে মানিকগঞ্জ সদর থেকে তাদের আটক করে র‌্যাব-২ এর সদস্যরা।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, গত শনিবার দক্ষিণ আগারগাঁও থেকে সাকিব নামে শিশুটিকে অপহরণ করা হয়।

শিশুটির বাবা আব্দুল সালাম র‌্যাব-২ এ লিখিত অভিযোগ করেন। এরপর তদন্ত ও অভিযান চালিয়ে শিশুকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেইউ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।