ধানমন্ডিতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু


প্রকাশিত: ০৫:০১ এএম, ০৭ মার্চ ২০১৭

রাজধানীর ধানমন্ডিতে শাফায়েত নামে এক চিকিৎসকের বাসার গৃহকর্মী রঞ্জিতা আক্তারের (১৪) রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে ধানমন্ডির ১৪ নং রোডের একটি ফ্ল্যাট থেকে থেকে রঞ্জিতার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত রঞ্জিতার বাড়ি কুড়িগ্রাম জেলায়। তার বাবার নাম আনিসুর রহমান।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক(এসআই) জহিরুল ইসলাম জানান, ৩ বছর ধরে ডা. শাফায়েতের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলো রঞ্জিতা। রঞ্জিতা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর রঞ্জিতার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জেইউ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।