বৈদ্যুতিক গোলযোগে আগুন : হাজারীবাগে পুড়েছে ৮০ ঘর


প্রকাশিত: ০৪:৫৮ এএম, ০৭ মার্চ ২০১৭
ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগের কালুনগর মিয়াবাড়ী বস্তিতে আগুনে ৮০টি ঘর পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দফতরের কর্মকর্তা আতাউর রহমান জানান, রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

স্থানীয়রা জানিয়েছেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের উৎপত্তি। এতে ৮০টি ঘর পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জেইউ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।