বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ওবায়দুল কাদেরের শ্রদ্ধা


প্রকাশিত: ০৪:৩২ এএম, ০৭ মার্চ ২০১৭

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও শত শত কর্মী তার সঙ্গে ছিলেন।

অন্যান্য বছর দিবসটিতে দলের নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে শ্রদ্ধা জানালেও এবার ইন্ডিয়ান ওসান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি ইন্দোনেশিয়ায় অবস্থান করছেন। এজন্য দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের।

শ্রদ্ধা জানানোর পর ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস নেই বলেন বিএনপি ৭ মার্চ পালন করে না।

এর আগে ভোর সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু ভবন ও আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

এএসএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।