বিমান ছিনতাইয়ের হুমকিতে শাহজালালে আতঙ্ক


প্রকাশিত: ০৩:৫৬ এএম, ১১ এপ্রিল ২০১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী একটি ফ্লাই্ট ছিনতাইয়ের হুমকি দেয়ার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে বিমানবন্দর এলাকায়।

বিমানবন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে বিমানবন্দরের কেন্দ্রীয় এক্সচেঞ্জে একটি উড়ো ফোন আসে। এতে পুরো বিমানবন্দর এলাকায় শুরু হয় তোলপাড়। ফোনে ওই হুমকির পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জানতে চাইলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, আমরা উড়ো ফোনের বিষয়টি খতিয়ে দেখছি। কোনো হুমকিকেই ছোট করে দেখার সুযোগ নেই। বিমানবন্দর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, রাত পৌনে ৯টার দিকে এক্সচেঞ্জে ফোন দিয়ে বলা হয়, কিছুক্ষণের মধ্যেই বিদেশগামী একটি বিমান ছিনতাই করা হবে। এ ধরনের হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়।

এরপর আইনশৃংখলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে বিষয়টি অবগত করা হয়। কেউ হয়তো আতংক সৃষ্টির জন্য এটি করতে বলে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এসএস/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।