যে কারণে শুক্রবার ফাঁসি হলো না


প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১০ এপ্রিল ২০১৫

সবকিছু প্রস্তুত থাকলেও শুক্রবার রাতে ফাঁসি হলো না জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের।

সূত্র জানায়, দু`টি কারণে কারা কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। প্রথমত. ফাঁসি কার্যকরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ফাইল কারাগারে যাওয়ার কথা ছিল। কিন্তু সাপ্তাহিক ছুটি থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তা কারাগারে যায়নি। দ্বিতীয়ত. কামারুজ্জামানকে যখন ফাঁসির জন্য প্রস্তুত করা হচ্ছিল তখন তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে শেষ দেখা করার ইচ্ছা পোষণ করেন।

এ বিষয় দু`টিই হতে পারে শুক্রবার রাতে ফাঁসি না হওয়া অন্যতম কারণ।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।