ডাকা হতে পারে পরিবারের সদস্যদের


প্রকাশিত: ০৩:২০ পিএম, ১০ এপ্রিল ২০১৫

ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রায় কার্যকরের আগে তার পরিবারের সদস্যদের শেষ সাক্ষাতের জন্য কারাগারে ডাকা হতে পারে।

কারাগারের একটি সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, সম্ভব হলে পরিবারের সদস্যদের সাক্ষাতের জন্য ডাকা হবে।

এদিকে কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল ওয়ামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জানান, ‘বাবার সঙ্গে শেষ সাক্ষাতের সুযোগ না দিলে তা হবে অসাংবিধানিক। আমরা বুধবার যখন বাবার (কামারুজ্জামান) সঙ্গে দেখা করি, তখন জেল কর্তৃপক্ষ বলেছেন, এটাই শেষ সাক্ষাৎ নয়। পরে সুযোগ পাবেন।’

তিনি আরও বলেন, ‘শেষ সাক্ষাতের সময় কোলাকুলি করার সুযোগ থাকে, কাছাকাছি দাঁড়িয়ে কথা বলার সুযোগ থাকে। বুধবার আমাদেরকে তেমনটি করতে দেওয়া হয়নি। বেশ দূরে থেকে আমরা কথা বলেছি। সরাসরি সাক্ষাৎ হয়নি।’

জেইউ/এএইচ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।