উন্মুক্ত ম্যানহোলে দৃষ্টিপ্রতিবন্ধী


প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০৬ মার্চ ২০১৭

রাজধানী পল্টনে কালভার্ট রোডের একটি উন্মুক্ত ম্যানহোলে পড়ে যাওয়া দৃষ্টিপ্রতিবন্ধীকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি ম্যানেহোলে পড়েন। রাত ৭টা ৩৫ মিনিটে তাকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার-১ নাজমা আক্তার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দৃষ্টিপ্রতিবন্ধী এক পথচারী ম্যানহোলের ভেতরে পড়ে যান। প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঢামেকে পাঠান।

এআর/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।