তরুণরাই গড়বে ডিজিটাল দেশ : পলক


প্রকাশিত: ১০:৪৯ এএম, ১০ এপ্রিল ২০১৫

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের মোট জনসংখ্যার ৭০ ভাগই তরুণ। তাদের কাজে লাগিয়ে তথ্য ও প্রযুক্তি সম্পন্ন মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তারাই গড়বে ডিজিটাল বাংলাদেশ।

শুক্রবার  রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি অডিটোরিয়ামে ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টে অংশগ্রহণকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

পলক বলেন, দেশ এগিয়ে নেওয়ার জন্য বেশি বেশি প্রোগ্রামার তৈরি করতে হবে। দেশে যত বেশি প্রোগ্রামার তৈরি হবে, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কাজ তত জোরালো হবে।

সরকার তথ্য বিপ্লবের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ায় যথাসম্ভব সবকিছু করে যাচ্ছে। হাইস্কুল পর্যায় পর্যন্ত প্রোগ্রামিং কনটেস্ট বিস্তৃত করা হচ্ছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এ প্রোগ্রামিং কনটেস্টে অংশগ্রহণের সুযোগ পাবে। আগামী জুন মাসে ঢাকায় এ ব্যাপারে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জাফর ইকবাল এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কায়কোবাদ।

এএইচ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।