‘আগের রাতে ভোটের দুঃসাহস কেউ দেখাবে না’


প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৫ মার্চ ২০১৭

নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, আগের রাতে ভোট যাতে না হয়, সে বিষয়ে মেসেজ নিয়ে আমাদের পাঁচজন কমিশনার বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। মেসেজ দিয়েছেন-কাউকে স্পেয়ার করা হবে না। সম্প্রতি টাঙ্গাইলে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস হয়েছে। তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এত বড় দুঃসাহস আর কেউ দেখাবে না। যদি দেখায় আইন আছে।

রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে দেশের ১৪টি উপজেলা ও ৪টি পৌরসভার ভোট সম্পর্কে একথা বলেন তিনি। আগামীকাল সোমবার ওইসব স্থানে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সচিব বলেন, প্রভাবশালীদের উদ্দেশে মেসেজ একটাই আমরা যেকোনো মূল্যে সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন করতে বদ্ধপরিকর। নির্বাচন কমিশনের প্রতিনিধি ও মুখপাত্র হিসেবে এটুকুই বলবো- সবাই সহযোগিতা করবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে আমরা চমৎকার একটি নির্বাচন উপহার দেব।

তিনি বলেন, এই নির্বাচন নিয়ে মিডিয়ার কারণে আমরা বেশি সতর্ক। মিডিয়া সেভাবে আগের নির্বাচন কমিশনারকে উত্থাপন করেছে বা অভিযুক্ত করেছে এ জন্য হয়তো বাড়তি সতর্কতা।

মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আগামী ৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন, সুনামগঞ্জ এবং গাইবান্ধার উপনির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক হবে ঢাকায়। সেখানে ফোর্সেস প্রধানরা উপস্থিত থাকবেন।

তিনি আরও বলেন, আগামীকাল বড় ধরনের একটি নির্বাচন হতে যাচ্ছে। এর মধ্যে ১৪টি উপজেলা পরিষদের। এর মধ্যে ৩টি নবগঠিত উপজেলার সাধারণ নির্বাচন, বাকি ১১টির উপনির্বাচন। আর ৪টি পৌরসভার উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কমিশন নতুন হিসেবে এই নির্বাচনটার গুরুত্ব অনুধাবন করে প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচজন সদস্য দেশের ওইসব জায়গা সফর করে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন। উনারা পুরো দেশকে পাঁচ ভাগে ভাগ করে আইনশৃঙ্খলা বাহিনী মিটিং করে আসছেন।

সচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার গিয়েছিলেন নিজের জেলা বরিশাল ও পটুয়াখালীতে। মাহবুর রহমান কিশোরগঞ্জের হোসেনপুর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিটিং করেছেন। বিগ্রেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী গিয়েছিলেন কুমিল্লা ও বুড়িমারা। ড. রফিকুল ইসলাম বৈঠক করেছেন সুনামগঞ্জ ও সিলেটে। আর কবিতা ম্যাডাম পাবনা ও নাটোরে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন।

তিনি বলেন, তাদের মাধ্যমে যে ফিডব্যাক পেয়েছি তাতে আমরা অত্যন্ত পজেটিভ একটি ফিডব্যাক পেয়েছি এবং আমাদের নির্বাচনী কর্মকাণ্ডের যে প্রস্তুতি আছে তাতে শতভাগ ঠিক আছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত ফোর্স মোতায়েন আছে। আমরা যেখানে থেকে যে আঙ্গিকে র্যাব, বিজিবি রিকুইজিশন পেয়েছি সে অনুযায়ী মোতায়েনের ব্যবস্থা করেছি।

তিনি আরও বলেন, আগামীকালের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে এবং অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুনামগঞ্জের সংঘর্ষ ঠিক নির্বাচনের কারণে না। সেখানকার পরিস্থিত এখন স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে।

এইচএস/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।