ভাষাসৈনিক মতিনের অবস্থার উন্নতি


প্রকাশিত: ১২:০৩ পিএম, ২১ আগস্ট ২০১৪

ভাষাসৈনিক মতিনের অবস্থার উন্নতি দিকে বলে জনিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আব্দুল মজিদ। তবে অবশ হওয়া অংশটি কাজ করতে আরও সময় লাগবে বলে জানান তিনি।
 
বুধবার আব্দুল মতিনের মস্তিষ্কের জমাট বাধা রক্ত অপসারণ করা হয়। এজন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তার মাথায় অস্ত্রপাচার করা হয়েছে।
 
গুলবদন নেসা মনিকা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আব্দুল মতিনের শরীরের ডান পাশ কর্মক্ষমতা হারিয়েছে।
 
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে আব্দুল মতিনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আনা হয়। এর আগে সোমবার দুপুরে ব্রেন স্ট্রোক করার পর রাজধানীর সাতমসজিদ রোডের সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
 
হাসপাতালে চিকিৎসায় কোনো ত্রুটি হচ্ছে না বলে জানান আব্দুল মতিনের সহধর্মিনী গুলবদন নেসা মনিকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।