সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের পরলোকগমন


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ০২ জুলাই ২০১৪

সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ফজলুল হক চৌধুরী আর নেই। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের ছোলনা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ফজলুল হক চৌধুরী স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, ডায়াবেটিকসহ নানা রোগে প্রায় ৫ বছর শয্যাশায়ী ছিলেন তিনি। বুধবার বাদ জোহর বোয়ালমারী মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় ছোলনা কবরস্থানে তাকে দাফন করা হবে।

ফজলুল হক চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সাবেক ভিপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন। এছাড়া ফরিদপুর বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ফজলুল হক চৌধুরীর মৃত্যুতে ফরিদপুর জেলা আইনজীবী সমিতি শোক ও কর্মবিরতি পালন করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।