ডিএমপির ৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি


প্রকাশিত: ০৬:৪৪ এএম, ০৫ মার্চ ২০১৭

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদের দুইজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদের দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-সদরদফতর ও প্রশাসন) আশরাফুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে রোববার এ তথ্য জানানো হয়েছে।

বদলিকৃতদের মধ্যে ডিএমপির ট্রাফিক-পূর্ব বিভাগের এডিসি সালমা সৈয়দ পলিকে কোয়ার্টার মাস্টার হিসেবে ও এডিসি নাজমুন নাহারকে ট্রাফিক-পূর্ব বিভাগের এডিসি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ডিএমপির অর্থ ও বাজেট বিভাগের এসি সাজ্জাদ ইবনে রায়হানকে নিউমার্কেট জোনে এবং এসি মো. রওশানুল হক সৈকতকে ডিএমপির অর্থ ও বাজেট বিভাগের এসি হিসেবে বদলি করা হয়েছে।

এই আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

এআর/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।