গাজীপুরে বিট কর্মকর্তা সাময়িক বরখাস্ত


প্রকাশিত: ০২:১৮ পিএম, ০৯ এপ্রিল ২০১৫

গাজীপুরে বন দখল ও অবৈধ গ্যাস পাইপলাইন স্থাপনে সহযোগিতা করার অভিযোগে নাজমুল হক সরদার নামে বন রক্ষায় দায়িত্বপ্রাপ্ত এক বিট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. সালেক প্রধান এ তথ্য জানান।

বরখাস্তকৃত নাজমুল হক সরদার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার বিট কর্মকর্তা। কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা তৌহিদ হাসান জানান, নাজমুল হক সরদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্নীতি, অনিয়ম ও অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা বন বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়েছে, বন দখলে সহযোগিতা ও বনের জায়গা ব্যবহার করে অবৈধ গ্যাস পাইপলাইন স্থাপনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাজমুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।