খুলনায় ৭ জনকে অচেতন করে ডাকাতি


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০৯ এপ্রিল ২০১৫

খুলনা মহানগরীর হাজী মহসিন রোডে বৃহস্পতিবার সকালে ৭ জনকে অচেতন করে ডাকাতির ঘটনা ঘটেছে। অসুস্থ্য অবস্থায় ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা থানা পুলিশের এসআই মো. শওকত হাসান বলেন, সকালে একদল দুর্বৃত্ত হাজী মহসিন রোডের আরজান আলী লেনের একটি ভবনের দোতলা ও তিনতলায় চড়াও হয়। ২টি বাড়িতে থাকা লোকজনকে তারা মিষ্টি খাইয়ে অচেতন করে। বৃদ্ধ ব্যক্তি খন্দকার মাসুদুর রহমানকে প্রহার করে। এরপর দস্যুরা বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভেঙে তছনছ করে।

ঘটনার পর দুপুরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ৭ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। একই সাথে পুলিশে খবর দেয়। তিনি ওই বাড়িতে গিয়ে দোতলা ও তিন তলায় আসবাবপত্র ভাঙা ও ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পান। হাসপাতালে গিয়ে বাড়ির সদস্যদের অচেতন অবস্থায় পান। ফলে আপাতত ক্ষয়-ক্ষতি সম্পর্কে জানা যাচ্ছে না।

অসুস্থ্যদের মধ্যে রয়েছেন, দোতলার নিবাসী অবসরপ্রাপ্ত আয়কর পরিদর্শক খন্দকার মাসুদুর রহমান, তার ছেলে শফিউর রহমান ও পুত্রবধু শিরিন রহমান, নাতি আব্রারার, তিন তলার ভাড়াটিয়া ৩ জন।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।