ঢাবি উপাচার্যের সঙ্গে পিটার বালট্রুকভিচের সাক্ষাৎ


প্রকাশিত: ১২:৫৯ পিএম, ০৯ এপ্রিল ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেলারুশের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক রাষ্ট্রীয় কমিটির ডেপুটি চেয়ারম্যান (ডেপুটি মিনিস্টার) পিটার বালট্রুকভিচ।

বৃহস্পতিবার উপাচার্যের অফিসে তিনি এ সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (ইউরোপ) মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর উপস্থিত ছিলেন।

সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাবি ও বেলারুশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা বিনিময় এবং গবেষণা কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এছাড়া ঢাবির বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ের উন্নয়নে ও বিকাশে যৌথ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন বালট্রুকভিচ।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ে আসা এবং শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহের জন্য বালট্রুকভিচকে ধন্যবাদ জানান।

এএইচ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।