মহাকাশ গবেষণায় বিমানবাহিনীকে সম্পৃক্তের সুপারিশ


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ০৯ এপ্রিল ২০১৫

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) কার্যক্রম পরিচালনার সঙ্গে বিমানবাহিনীকে সম্পৃক্তের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অষ্টম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

কমিটি সূত্রে জানা গেছে, বৈঠকে স্পারসোকে আধুনিকায়নের লক্ষ্যে গৃহীত পদক্ষেপের উপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করা হয়। কমিটি এই প্রতিষ্ঠানকে একটি দক্ষ ও কার্যকরী প্রতিষ্ঠানে পরিণত করতে উন্নত যন্ত্রপাতি প্রতিস্থাপন এবং শূন্য পদে প্রশিক্ষিত জনবল নিয়োগের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে কৃষি, বন, মৎস্য, ভূ-তত্ত্ব, মানচিত্র অঙ্কন, পানিসম্পদ, ভূমি ব্যবহার, আবহাওয়া, পরিবেশ, ভূগোল, সমুদ্র বিজ্ঞান, শিক্ষা এবং জ্ঞান বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রে মহাকাশ ও দূর অনুধাবন প্রযুক্তিকে শান্তিপূর্ণভাবে ব্যবহার, উক্ত প্রযুক্তিসমূহের উন্নয়ন ও ব্যবহারিক প্রয়োগের লক্ষে সমন্বিত গবেষণা কার্য পরিচালনার মাধ্যমে জনগণের কল্যাণে এ প্রতিষ্ঠানকে কাজে লাগাতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য শেখ হেলাল উদ্দীন, মুহাম্মদ ফারুক খান, ডা. দীপু মনি এবং হোসনে আরা বেগম অংশ নেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল, বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এএইচ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।