সিটি নির্বাচন : এমপিদের চিঠি দিচ্ছে সংসদ
তিন সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন না করতে সংসদ সদস্যদের প্রতি অনুরোধ জানিয়ে চিঠি দিচ্ছে জাতীয় সংসদ।
নির্বাচন কমিশন থেকে (ইসি) এ সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন সংসদের সিনিয়র সচিব আশরাফুল মকবুল।
এ বিষযে বৃহস্পতিবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাগো নিউজকে বলেন, ইসির পাঠানো চিঠির বিষয়ে আমাকে জানানো হয়েছে। এরপর আমি সব এমপিদের কাছে চিঠি দিতে বলেছি।
সচিব আশরাফুল মকবুল বলেন, দুই একদিনের মধ্যে সব এমপিদের কাছে এ সংক্রাস্ত চিঠি পাঠানো হবে। জনপ্রতিনিধিদের মাধ্যমে যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত না হয় সেই বিষয়ে একটি চিঠি এসেছে। এরই ধারাবাহিকতায় স্পিকারের অনুমতিক্রমে হুইপ-চিফ হুইপের মাধ্যমে এমপিদের জানানো হবে।
উল্লেখ্য, তিন সিটি নির্বাচনে সংসদ সদস্যসহ মন্ত্রীদের আচরণ বিধি প্রতিপালনে সতর্ক করতে বুধবার স্পিকার ও মন্ত্রী পরিষদ বরাবর চিঠি দেয় ইসি।
এএইচ/একে/আরআইপি