ভোট দিতে জাতীয় পরিচয়পত্রের দরকার নেই
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দেওয়ার সময় জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হবে না। ভোটার তালিকা হালনাগাদের সময় ২০১৪ সালে যারা ভোটার হয়েছেন অথচ পরিচয়পত্র পাননি তারাও সিটি নির্বাচনে ভোট দিতে পারবেন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিটি নির্বাচন উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় নতুন ভোটার নিবন্ধন, স্থানান্তর ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যাবতীয় কাজ বন্ধ থাকবে। ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ হতে ভোট গ্রহণের দিন পর্যন্ত ভোটার তালিকার কাজ বন্ধ রাখতে হয়।
আর ভোট প্রদানের জন্য জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন না হলেও ভোটের দিন সহায়ক দলিল হিসেবে এটি ব্যবহার করা যেতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এএইচ/বিএ/আরআইপি