খালেদা জিয়া সাপের মতো খোলস পাল্টিয়েছেন : ইনু
তথ্যমন্ত্রী ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া সন্ত্রাসের পথ ছাড়েননি সাপের মতো খোলস পাল্টিয়েছেন। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) এর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, খালেদা জিয়া সন্ত্রাসী, যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদীদের তার আঁচলের নিচেই আশ্রয় দিয়ে রেখেছেন, তিনি মানুষ পোড়ানোর জন্য এখনো ক্ষমা চাননি। তিনি সিটি নির্বাচনকে দম ফেলার কৌশল হিসেবে বেছে নিয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় নড়াইল জেলা অডিটোরিয়াম চত্ত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
জেলা জাসদের সভাপতি অ্যাড. হেমায়েত উল্লাহ হিরুর সভাপতিত্বে প্রথম অধিবেশনের আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, শিরীন আক্তার (এমপি), সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, জেলা সাধারণ সম্পাদক অ্যা. আব্দুস সালাম খান, সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সৈয়দ আরিফুল ইসলাম পান্থসহ অনেকে।
সম্মেলনে জেলা জাসদের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমজেড/এমএএস/আরআই