গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে প্রধানমন্ত্রীর পরামর্শ


প্রকাশিত: ০৯:১১ এএম, ০৯ এপ্রিল ২০১৫

গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিরার সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এ পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেন, গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়ালে সেখানে কর্মসংস্থান সৃষ্টি হবে। গ্রামে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। এতে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে। আর গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে দেশ দ্রুতগতিতে এগিয়ে যাবে। শক্তিশালী হবে দেশের অর্থনীতি।

এ সময় প্রধানমন্ত্রী সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবনের ওপরও জোর দেন।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।