বন্ড সুবিধার অপব্যবহার : ১০ কোটি টাকার কাপড় আটক


প্রকাশিত: ০৫:২৭ পিএম, ০২ মার্চ ২০১৭

বন্ড সুবিধার অপব্যবহার করায় গাজীপুরের মেরিডিয়ান গ্লোবালস ইন্টারন্যাশনাল নামের একটি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৯০ টন সার্টিং-স্যুটিং কাপড় জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আটককৃত কাপড়ের বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরেরর মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে এসব কাপড় আটক করা হয়। আটককৃত কাপড়ের শুল্কায়নযোগ্য মূল্য ৫ পাঁচ কোটি ৩৫ লাখ ২ হাজার ৫৭ টাকা এবং শুল্ক করাদির পরিমাণ ৪ চার কোটি ৯৩ লক্ষ ৮৪ হাজার ৬শ ৫০ টাকা।

প্রতিষ্ঠানটি বন্ড সুবিধায় আমদানিকৃত বিভিন্ন ধরনের বিদেশি উন্নতমানের আমদানিকৃত কাপড় অবৈধ অপসারণ করে খোলা বাজারে বিক্রির উদ্দেশে ৩৬নং ওয়ার্ড, কাথোরা, গাজীপুর (মো. মোখলেছুর রহমানের মালিকানাধীন) গুদামে মজুদ করেছিল।

কারখানাটি বিকেএমইএর সদস্য হিসেবে নিবন্ধিত। এর মালিকানা দুইজন পাকিস্তানি নাগরিক আশফাক আলী ও আমজাদ পারভেজ এবং সৌদি নাগরিক আব্বাস আব্দুল্লাহ আল হোসাইকি।

শুল্ক গোয়েন্দা ডিজি বলেন, আটককৃত কাপড়ের উপর নিরূপিত মোট ৪ কোটি ৯৩ লাখখ ৮৪ হাজার ৬শ` ৫০ টাকা আদায়সহ দি কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ এর সেকশন ১৫৬ এর সাবসেকশন (১) এর টেবিলভূক্ত ক্লজ ৫১ক, ৬১, ৬২ ও ৯০ মোতাবেক এবং একই আইনের সেকশন ১৩(৩) এ প্রদত্ত ক্ষমতাবলে আইনি কার্যক্রম গ্রহণের জন্য বন্ড সুবিধার অপব্যবহারের মামলা দায়ের করা হয়েছে।

একইসঙ্গে আরও অপরাধ সংঘটিত হয়েছে কি-না তা উদঘাটনের নিমিত্তে অনুসন্ধান চলছে।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।