ভেজাল ওষুধ প্রস্তুতকারী ৮৬ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল


প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০২ মার্চ ২০১৭

ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদনের দায়ে দেশের ৮৬টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। এর মধ্যে অ্যালোপেথিক ৩২টি, ইউনানী ১৬টি আয়ুর্বেদিক ২৩টি এবং হোমিওপ্যাথিক ১৫টি প্রতিষ্ঠান রয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরীর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

এইচএস/ওআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।