দেশে ওয়াকফ এস্টেট জমি ৪ লাখ ২৫ হাজার একর


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০২ মার্চ ২০১৭

সারাদেশে বর্তমানে ওয়াকফ এস্টেটের আওতায় তালিকাভুক্ত জমির পরিমাণ ৪ লখ ২৪ হাজার ৫৭১.৭৪ একর বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত এ কে এম রহমতুল্লাহর (ঢাকা-১১) এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন বিকেলে শুরু হয়। 

মন্ত্রী বলেন, নতুন ওয়াকফ এস্টেট তালিকাভুক্তি ও উন্নয়নমূলক কাজে ভূমি হস্তান্তর প্রভূতির ফলে ভূমির পরিমাণ হ্রাস/বৃদ্ধি হয়। এসব জমির অংশবিশেষ ধর্মীয় (মসজিদ, মাদ্রাসা) ও জনকল্যাণমূলক (স্কুল, ঈদগাহ, কবরস্থান) কাজে ব্যবহার হচ্ছে।

এছাড়া কিছু ভূমি আয়বর্ধক কাজে (মার্কেট, বহুতল ও আবাসিক ভবন) এবং ওয়াকফ আল আওলাদ এস্টেটসমূহের ভূমি ওয়াকিফদের ওয়ারিশরা ব্যবহার করছেন।

মতিউর রহমান জানান, ওয়াকফ এস্টেটসমূহকে লাভজনক করার লক্ষ্যে ওয়াকফ (সম্পত্তি হস্তান্তর ও উন্নয়ন) বিশেষ বিধান আইন, ২০১৩ এর আলোকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান আছে। এসব উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের ফলে অনেক ওয়াকফ এস্টেটের আয় বৃদ্ধি পেয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এরূপ উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের ফলে ওয়াকিফের ওয়ারিশদের মধ্যে আন্তঃকলহ নিরসনসহ মামলা মোকাদ্দমার সংখ্যাও হ্রাস পেয়েছে।  
 
৩ বছরে সরকারি ব্যবস্থাপনায় হজ করেছেন ৯,০৫৮ মুসল্লি
এস.এম মোস্তফা রশিদীর (খুলনা-৪) প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০১৪-১৬ সাল পর্যন্ত ৩ বছরে সরকারি ব্যবস্থাপনায় নিজ খরচে হজ করেছেন মোট ৯ হাজার ৫৮ মুসল্লি। এর মধ্যে ২০১৪ সালে এক হাজার ৫০৬ জন, ২০১৫ সালে দুই হাজার ৭৩৯ জন এবং ২০১৬ সালে ৪ হাজার ৮১৩ জন।

সরকারি ব্যবস্থাপনায় নিজ অর্থ ব্যয়ে একই ব্যক্তি একাধিকবার পবিত্র হজব্রত না করার বিষয়ে পদক্ষেপ গ্রহণের অবকাশ নাই। প্যাকেজের নির্ধারিত পরিমাণ অর্থ ব্যাংকে জমাদানের মাধ্যমে প্রাক-নিবন্ধন সম্পন করে সরকারি ব্যবস্থাপনায় যেকোনো ব্যক্তি (মুসলমান)  হজে যেতে পারেন।  

বরাদ্ধপ্রাপ্তি সাপেক্ষে মসজিদ উন্নয়নে অনুদান বৃদ্ধি
কাজী নাবিল আহমেদের (যশোর-৩) এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রতি অর্থবছরে মসজিদ উন্নয়নের লক্ষ্যে যে বরাদ্ধ দেয়া হয় তা বৃদ্ধি করার কোনো পরিকল্পনা আপাতত নেই। তবে চলতি অর্থবছরে অর্থ মন্ত্রণালয় হতে সংশোধিত বাজেটে অতিরিক্ত বরাদ্ধপ্রাপ্তি সাপেক্ষে অনুদানের পরিমাণ বৃদ্ধির বিষয় বিবেচনা করা হবে।  

এইচএস/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।