খিলগাঁওয়ে গুলিতে যুবলীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ০৮ এপ্রিল ২০১৫

রাজধানীর খিলগাঁও জোড় পুকুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত যুবলীগ নেতা আরিফ হোসেন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছ্নে।

আরিফ হোসেন খিলগাঁওয়ের গোরান ২ নম্বর ওয়ার্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক বলে জানা গেছে। নিহতের পিতা মঞ্জিল হোসেন কুষ্টিয়া জেলার বাসিন্দা।

এর আগে বুধবার রাত ৮টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। পরে সেখানকার লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আহত অবস্থায় আরিফ জানান, রাত ৮টার দিকে জোড় পুকুর এলাকা দিয়ে যাওয়ার সময় স্থানীয় চার যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে সেখানকার লোকজন তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার এসআই ফখরুল ইসলাম। তিনি জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জেইউ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।