পদোন্নতিতে সচিব হলেন দুই কর্মকর্তা


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ০৮ এপ্রিল ২০১৫

পদোন্নতি পেয়ে সচিব হলেন জনপ্রশাসনের দুই কর্মকর্তা। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত একটি আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে অতিরিক্ত সচিব পদমর্যাদার এ দুই কর্মকর্তা ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন।
 
পদোন্নতি পাওয়ারা হলেন, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. আজিজুর রহমান ও রেলপথ মন্ত্রণালয়ের মো. মনসুর আলী সিকদার।

পদোন্নতির পর আজিজুর রহমান ও মনসুর আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। এরপর ভিন্ন আদেশে তাদের আগের স্থানেই তাদের পদায়ন করা হয়েছে।
এর আগে গত সোমবার প্রশাসনে তিন স্তরে ৮৭৩ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব পদে ২৩১ জন, উপসচিব থেকে ২৯৯ কর্মকর্তা যুগ্মসচিব ও সিনিয়র সহকারী সচিব থেকে ৩৪৩ জন উপসচিব হিসেবে পদোন্নতি পান।

এএইচ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।