ধর্মঘট ডাকা কেন বেআইনি হবে না : হাইকোর্ট


প্রকাশিত: ০৯:১১ এএম, ০১ মার্চ ২০১৭

গাড়ি চলাচল নিশ্চিত করার জন্য সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালতের আদেশ থাকার পরও ধর্মঘট ডাকা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সারাদেশে চলমান পরিবহন শ্রমিকদের ধর্মঘট ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশনা চেয়ে বুধবার হাইকোর্টে একটি রিট দায়ের করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। এ রিটের শুনানি শেষে হাইকোর্ট এই নির্দেশনা দিয়েছেন।  

বুধবার সকালে দায়ের করা ওই রিটে স্বরাষ্ট্র সচিব, নৌসচিব ও আইজিপিসহ ১৭ জনকে বিবাদী করা হয়।

এফএইচ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।