শাহজালাল বিমানবন্দর থেকে ৩৬টি স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২১ আগস্ট ২০১৪

হযরত শাহাজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৬টি স্বর্ণের বারসহ মো. খোরশেদ আলম নামে একজনকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দুবাই ফেরত ওই যাত্রীকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মঈনুল খান জানান, উদ্ধার করা স্বর্ণের বারের ওজন ৪ কেজি ২০০ গ্রাম যার আনুমানিক বাজার মুল্য ২ কোটি ২০ লাখ টাকা। এসজেড ৯০৫ ফ্লাইটে দুবাই থেকে খোরশেদ আলম আসলে তাকে তল্লাশি করে এ স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

মঈনুলের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।