মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে মন্ত্রী
সরাদেশের চলমান শ্রমিকদের পরিবহন ধর্মঘটের সমাধানের পথ খুঁজতে মালিক-শ্রমিক সংগঠনগুলোর নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন সরকারের দুই মন্ত্রী।
বুধবার বেলা ১টার দিকে রাজধানীর সড়ক পরিবহন কর্পোরেশন ভবনে এই বৈঠক শুরু হয়। যা এখনও চলছে।
বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ছাড়াও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়ত উল্লাহ উপস্থিত আছেন।
সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুর জন্য দায়ী বাসচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে গত সপ্তাহে মানিকগঞ্জের আদালতে রায়ের পর থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এরপর গত সোমবার সাভারে এক নারীর ওপর ট্রাক তুলে হত্যার অপরাধে আরেক চালকের মৃত্যুদণ্ড দেওয়ার পর শুরু হয় দেশজুড়ে ধর্মঘট।
গতকাল থেকে সারাদেশে চলছে এই ধর্মঘট। ধর্মঘটে কোনো জেলা থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছাড়ছেন না চালকরা। রাজধানী ঢাকায় কোনো বাস চলছে না। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
এসআই/এআরএস/পিআর