বিআরটিসি বাসই একমাত্র ভরসা


প্রকাশিত: ০৭:৩৪ এএম, ০১ মার্চ ২০১৭

রাজধানীসহ সারাদেশে চলমান সড়ক পরিবহন দুর্ভোগ কমাতে রাস্তায় নেমেছে সরকারি বিআরটিসি বাস। সকাল থেকে রাস্তায় কোনো বাস চলাচল করতে দেখা না গেলেও দুপুর ১২টা থেকে বিভিন্ন রাস্তায় বিআরটিসির বাস চলাচল শুরু হয়।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন ষ্টপেজে শত শত মানুষ গাড়ীর জন্য দাঁড়িয়ে থাকলেও বাস না পেয়ে মহাদুর্ভোগে পড়েন। কেউ হেঁটে আবার কেউ বেশি ভাড়ায় রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা নিয়ে গন্তব্যের উদ্দেশে ছুটে যান। এ অবস্থায় দুপুর ১২টা থেকে রাস্তায় বিআরটিসির একাধিক বাস চলাচল শুরু হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হয়। তবে প্রতিটি বাসেই ছিল উপচেপড়া ভীড়।

দুপুর তখন সাড়ে ১২টা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা চার তরুণ- তরুণী শাহবাগে এক সিএনজি অটোরিকশা চালককে বনানী নিকেতনের ভাড়া জিজ্ঞাসা করলে তিনি ৩শ’ টাকা দাবি করেন। তারা ২শ’ টাকা বললেও চালক যেতে রাজি হননি। কিছুক্ষণ পর বিআরটিসি’র বাস আসতে দেখে পাশের তরুণীকে উদ্দেশ করে এক তরুণ বলেন, সরকারি বাসই আমাদের এখন একমাত্র ভরসা।



এমইউ/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।