গাবতলীতে গুলিবিদ্ধ শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ০৫:৪০ এএম, ০১ মার্চ ২০১৭

রাজধানীর গাবতলীতে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। পরে দারুসসালাম থানা পলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রমিকের মৃত্যুর তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্ছু মিয়া। তিনি জানান,  হাসপাতালের জরুরি বিভাগের খাতায় তাকে অজ্ঞাত যুবক হিসেবে রেকর্ড করা হয়েছে। তার বয়স ৩২ বছরের মতো হবে।

তবে পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, এই যুবকের নাম শাহীনুর রহমান। 

এআর/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।