বাস না পেয়ে কেঁদে বাড়ি ফিরলেন ক্যান্সার রোগী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৮ এএম, ০১ মার্চ ২০১৭

‘ও ভাই বলতে পারেন, মহাখালী টিবি গেট যামু কোন বাসে? বুধবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর নীলক্ষেত মোড়ে আনুমানিক ৬০ বছরের এক বৃদ্ধার হাত ধরে দাঁড়িয়ে থাকা একজন নারী বাসস্ট্যান্ডে অপেক্ষমান মানুষদেরকে এভাবেই জিজ্ঞাসা করছিলেন বাসের কথা।

nari
তাদের একজন বিরক্তি প্রকাশ করে বললেন, বাস তো আসে না। আজও নাকি ধর্মঘট। বৃদ্ধা আলেয়া ক্যান্সারের রোগী। মহাখালী ক্যান্সার হাসপাতালে রেডিওথেরাপি দেয়ার তারিখ আজ। মেয়ে জোসনার সঙ্গে আজ ভোরে উঠে কেরানীগঞ্জের খোলামোড়া থেকে টেম্পোতে নবাবগঞ্জে আসেন। সেখান থেকে হেঁটে নীলক্ষেত। সকাল সাড়ে ৮টার মধ্যে ডাক্তার উপস্থিত থাকতে বলেছে।

nari
নীলক্ষেত মোড়ে সকাল প্রায় ৮টা পর্যন্ত অপেক্ষা করে বাস না পেয়ে বৃদ্ধা আলেয়া দুচোখ মুছতে মুছতে বাড়ি ফিরে যেতে রওনা হন। শুধু বৃদ্ধা আলেয়া নন, নীলক্ষেত মোড়ে একটি বাসের প্রতিক্ষায় অনেক নারী , পুরুষ ও শিশুকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেক মা বাচ্চা নিয়ে স্কুল কলেজে যেতে বাসের জন্য অপেক্ষা করছিলেন। তাদের সবাই প্রায় রাস্তার মাঝখানে গিয়ে আজিমপুর থেকে নীলক্ষেতে আসা যানবাহনের মধ্যে কোন বাস আসছে কি না তা দেখতে উঁকিঝুঁকি মারছিলেন। কিন্তু বাসের দেখা পাচ্ছিলেন না।

এমইউ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।