আকাশ আংশিক মেঘলা থাকতে পারে
আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এছাড়া ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়ার এই পূর্বাভাস মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।
গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩২ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ৬টা ২২ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টায়।
সূত্র: আবহাওয়া অধিদফতর।
এনএফ/আরআইপি