এক হাজার অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ


প্রকাশিত: ০৮:১৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

ঢাকার মিরপুরের রূপনগর থানার দুয়ারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দিনব্যাপী এ যৌথ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেড।

অভিযানে দুয়ারিপাড়া বাসস্ট্যান্ড এলাকার প্রায় ৫০০ ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করা হয়। সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়।

অভিযান পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, অভিযান এলাকায় চারটি স্পটে প্রায় এক হাজার ঘরবাড়ি, দোকানপাট, কারখানায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও গ্যাস সঞ্চালনের অবৈধ পাইপ, মালামাল জব্দ করা হয়। অবৈধ গ্যাসলাইন ব্যবহারকারীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার নির্দেশ দেয়া হয়েছে।

জেলা প্রশাসক, ঢাকার নির্দেশে ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাসের এ অভিযান ঢাকা শহরের সর্বত্র নিয়মিত পরিচালিত হবে বলে জানা গেছে। ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশনের যৌথ একটি দল উচ্ছেদ অভিযান পরিচালনা নিয়মিত পর্যবেক্ষণ ও মনিটরিং করে আসছে।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ঢাকা মেট্রো ৬ শাখার ম্যানেজার রেজাউল হক, মনিরুজ্জামান, ডেপুটি ম্যানেজার মিজানুর রহমান, মোখলেছুর রহমান মির্জা শাহনেওয়াজ লতিফ, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, মাহমুদ হোসেন রূপনগর থানার এসআই আসিফ আহমেদ, এসআই মামুন এবং ঢাকা মেট্রোপলিটনের ২০ জন পুলিশ সদস্য অভিযানে দায়িত্ব পালন করে।

আরএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।