মঙ্গলবার থেকে সারা দেশে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি


প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭
ফাইল ছবি

খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর যান চলাচল শুরু হতে না হতেই সারা দেশে কর্মবিরতিতে যাওয়ার কথা জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি ওসমান আলীর বরাত দিয়ে একটি নির্ভরযোগ্য সূত্র এ খবর দিয়েছে।  

মঙ্গলবার সকাল থেকে সারা দেশে কর্মবিরতিতে যাচ্ছেন তারা।

সাভারে ট্রাকচাপায় এক নারীকে হত্যার দায়ে সোমবার এক চালকের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।  মূলত তারই প্রতিবাদে এ কর্মসূচি দিলেন পরিবহন শ্রমিকরা।

এখনো পর্যন্ত জানা গেছে, মঙ্গলবার ৭টা থেকে এই কর্মবিরতি শুরু হবে।

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক জামির হোসেনকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে রোববার থেকে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল। সোমবার সন্ধ্যা ৭টায় এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।