বুড়িগঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ


প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সোমবার সদরঘাটের ওয়াইজঘাট এবং কেরানীগঞ্জের আগানগর এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় নদীর তীরে ৪০টি টংঘর, ১০টি কাটা ভিটি ও ২টি গ্যারেজ উচ্ছেদ করা হয়।

অভিযানে ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. গুলজার আলী, উপ-পরিচালক শহিদ উল্লাহ, সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান ও সুপারভাইজার মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

মো. গুলজার আলী বলেন, বিআইডব্লিউটিএর আনসার সদস্য, পোর্টার ও নৌ-পুলিশের সহযোগিতায় লেবার ও এসকেভেটরের সাহায্যে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, অবৈধ দখলদাররা রাতের অন্ধকারে স্থাপনা তৈরি করে। ফলে দিনের বেলায় উচ্ছেদকালীন সময় অবৈধ দখলকারীদের দেখা যায় না।

এসআই/ওআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।