ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ


প্রকাশিত: ০৮:০৬ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

প্রবল ঝড়ে শতাধিক গাছ ভেঙে পড়ায় মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার রাত ৭টার দিকে ঝড়ের ছোবলে জেলার লৌহজং ও শ্রীনগর উপজেলার বেঁজগাঁও, খানবাড়ি, হাষাড়া, ছনবাড়ি চৌরাস্তাসহ অন্তত ১৫টি পয়েন্টে গাছপালা উপড়ে পড়ে। ফলে মহাসড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে যায়। রাস্তায় শত শত যানবাহন আটকা পড়ে। সৃষ্টি হয় তীব্র যানজটের। এতে অসংখ্য যাত্রীকে দুর্ভোগে পোহাতে হচ্ছে।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট মনির হোসেন জানান, লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা থেকে শ্রীনগরের হাষাড়া পুলিশ ফাঁড়ি পর্যন্ত মহাসড়কের ওপর শতাধিক গাছ ভেঙে পড়ে। রাত ৮টার দিকে ঝড়ের তীব্রতা কমে আসে।

রাত সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাইওয়ে পুলিশ মহাসড়ক থেকে ভেঙে পড়া গাছের ডালপালা সরিয়ে নিচ্ছিলেন।

অচিরেই যান চলাচল শুরু হবে আশাবাদ ব্যক্ত করেছেন হাইওয়ে পুলিশের সার্জেন্ট।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।