প্রধান বিচারপতির কাছে পৌঁছেছে রায়ের খসড়া কপি
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউয়ের রায়ের খসড়া কপি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে পৌঁছেছে।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রায়ের খসড়া প্রণয়নকারী বিচারপতি নিজেই সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির বাসভবনে রায়ের কপিটি নিয়ে যান বলে জানা গেছে।
নিয়মানুযায়ী প্রধান বিচারপতি রায়ের খসড়ার কপি দেখবেন। এরপর উনার কোনো মতামত থাকলে তা যুক্ত করবেন। এরপর খসড়ার কপি যাবে বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে। একই পদ্ধতিতে তারা খসড়া দেখবেন এবং কোনো মতামত ও পর্যবেক্ষণ থাকলে তা যুক্ত করবেন।
এরপর চূড়ান্ত রায়ের কপিতে ক্রমান্বয়ে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞা ও সর্বশেষ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্বাক্ষর করবেন। বিচারপতিদের স্বাক্ষর শেষে রায়ের কপি কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানা গেছে।
সোমবার রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে কামারুজ্জামানের করা আবেদন আপিল বিভাগ খারিজ করে দেন।
এএইচ/একে/আরআই