সিটি নির্বাচন : বিএনপির সহস্রাধিক সদস্যের কমিটি গঠন


প্রকাশিত: ০৩:১৫ পিএম, ০৭ এপ্রিল ২০১৫
ফাইল ছবি

তিন সিটি কর্পোরেসন নির্বাচন পরিচালনার জন্য বিএনপিপন্থি নাগরিকদের নিয়ে ‘আদর্শ ঢাকা আন্দোলন’নামে ১ হাজার ১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদকে প্রধান করে পেশাজীবী নেতাদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য সচিব করা হয়েছে সাংবাদিক নেতা শওকত মাহমুদকে। মঙ্গলবার সন্ধ্যায় ড. এমাজউদ্দিন আহমেদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কমিটিতে বিএনপিপন্থি ১১টি পেশাজবীবী সংগঠনের নেতারা স্থান পেয়েছেন। সিটি কর্পোরেসন নির্বাচনে ‘আদর্শ ঢাকা আন্দোলন’র এ কমিটি বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাবে।

ড. এমাজ উদ্দিন আহমেদ বলেন, ২/১ দিনের মধ্যেই সিটি নির্বাচনে বিএনপির অবস্থান স্পষ্ট হয়ে যাবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং শীর্ষ নেতারাও নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।

এমএম/এএইচ/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।