আন্তর্জাতিক মানের ইনস্টিটিউট হচ্ছে শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭
ফাইল ছবি

যুবকদের উন্নয়নমুখী করে গড়ে তুলতে রাজধানীর অদূরে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রকে আন্তর্জাতিক মানের ইনস্টিটিউটে রূপান্তর করছে সরকার। এ সংক্রান্ত  `শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইন, ২০১৭` এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে জাতীয় যুবনীতি, ২০১৭ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।

সোমবার সচিবালয়ের মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে এই ইনস্টিটিউট বিভিন্ন ডিগ্রি প্রদান ছাড়াও ডিপ্লোমা ও সম্মানসূচক উপাধি দিতে পারবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, ইনস্টিটিউটের প্রধান কার্যালয় স্থাপিত হবে সাভারের পাথালিয়া ইউনিয়নের ছলিয়া মৌজায়। যেখানে বর্তমানে শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র রয়েছে। তবে দেশের যে কোনো স্থানে প্রতিষ্ঠানটির শাখা স্থাপন করা যাবে।

শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রের সব কর্মকর্তা কর্মচারী প্রস্তাবিত ‘শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব ইয়ুথ ডেভেলপমেন্ট’ ইনস্টিটিউটে স্থানান্তরিত হবেন।

এমইউএইচ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।