ভূমিদস্যুদের কবল থেকে সংখ্যালঘুদের রক্ষার দাবি


প্রকাশিত: ০৭:৪৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

বিচ্ছিন্ন দ্বীপ ভোলা জেলার মনপুরা উপজেলার ৫ হাজার সংখ্যালঘুর ভূমি গ্রাস, নারী শিশুদের নির্যাতনের প্রতিবাদে এবং তাদের জল ও ভূমিদস্যুদের কবল থেকে রক্ষার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রাইম রিপোর্টার্স অ্যাসেসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মনপুরা উপজেলার আহ্বায়ক শ্রী ভবেস চন্দ্র মজুমদার।

তিনি বলেন,বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বঙ্গোপসাগর ঘেঁষে ভোলা জেলাধীন মনপুরা থানায় আমাদের বসবাস। যুগের পর যুগ নদী ভাঙনের কবলে পড়ে আমরা একে তো অসহায় অন্যদিকে ভূমিগ্রাসী, সন্ত্রাসী, জলদস্যুদের অত্যাচারে ৫ হাজার পরিবার জিম্মি হয়ে জীবন যাপন করছি।

তিনি বলেন, সংখ্যালঘু হওয়ার কারণে আমাদের পাশে এখন আর কেউ নেই। বিচ্ছিন্ন দ্বীপ হওয়ার কারণে প্রশাসনসহ সংশ্লিষ্টরা সময় মতো কেউ উপস্থিত হতে পারে না। আবার অনেক সময় কেউ উপস্থিত হলেও সময় গড়িয়ে অনেক দূরে চলে যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত, বাংলাদেশ মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, আলোর মিছিলের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

এএস/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।